কেওড়াতলায় মহাপ্রয়ান
২৬ জানুয়ারি ২০১৮ ১৬:০৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক
ভারতীয় বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সুপ্রিয়া দেবী শেষকৃত্য হবে শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিয়াকে জানানো হবে শেষ শ্রদ্ধা। শেষকৃত্যর আগে কেওড়াতলায় তাঁকে গার্ড অফ অনার দেয়ার কথা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এসব সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে যাওয়ার পরেই অন্তেষ্টি নিয়ে যাবতীয় পরিকল্পনা করা হয়। ফ্ল্যাট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এসব কথা জানান।
পুনে ও দিল্লি থেকে এসেছেন সুপ্রিয়া দেবীর নাতি-নাতনি। শেষ শ্রদ্ধা জানানোর জন্য কলকাতা সময় বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সুপ্রিয়া দেবীর মরদেহ রাখা হবে রবীন্দ্রসদনে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে বালিগঞ্জ সার্কুলার রোডের নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুপ্রিয়া দেবী। ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’ এবং ২০১৪ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে পান গুণী এই অভিনেত্রী।
সারাবাংলা/পিএ