Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার ব্যান্ড গাইবে ফিডব্যাকের গান


২৪ এপ্রিল ২০১৯ ১৪:৩০

দেশের জনপ্রিয় এবং পুরনো ব্যান্ডগুলোর অন্যতম ফিডব্যাক। সম্প্রতি চল্লিশ বছরের পথচলা পূর্ণ করেছে ব্যান্ডটি। আর বিশেষ এই মাইলফলক উদযাপনে আয়োজন করা হয়েছে কনসার্টের। এতে ফিডব্যাকের জনপ্রিয় গানগুলো গাইবে দেশের জনপ্রিয় অন্য চারটি ব্যান্ডদল।

মাইলস, ওয়ারফেইজ, দলছুট ও আর্টসেল- এই চার ব্যান্ডের কন্ঠে উঠে আসবে ফিডব্যাকের গান। ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ব্যতিক্রমী এই কনসার্ট। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের তিন নম্বর হলে হবে এই আয়োজন। কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাতটায়। আয়োজনের গেট খোলা হবে বিকাল পাঁচটায়।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্যান্ডের সদস্য ফুয়াদ নাসের বাবু

আয়োজনের ধরন সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘আয়োজনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকবে স্মৃতিকথা। চারটি ব্যান্ডের পরিবেশনা থাকবে দ্বিতীয় ভাগে। আর শেষ ভাগে থাকবে ফিডব্যাকের পরিবেশনা।

ফিডব্যাক প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। শুরুটা ইংরেজি পপ সংগীত পরিবেশন দিয়ে হলেও ধীরে ধীরে তারা বাংলা রক মিউজিক করতে শুরু করে ব্যান্ডটি।

সারাবাংলা /পিএ/আরএসও/পিএম

কনসার্ট ফিডব্যাক ব্যান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর