বাণিজ্যিক ছবিকেও সরকারি অনুদান দেওয়ার দাবি
২৪ এপ্রিল ২০১৯ ১৭:১০
বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে দীর্ঘশ্বাস কমছেই না। এমন অবস্থায় চলচ্চিত্রের উন্নয়নের জন্য বেশকিছু দাবি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি হাজির হয় তথ্য মন্ত্রণালয়ে।
বুধবার (২৪ এপ্রিল) চলচ্চিত্র পরিচালক সমিতির সাথে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দুপুর পৌনে দুইটা নাগাদ শুরু হয় আলোচনা সভা। চলে এক ঘন্টাব্যাপী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন। এছাড়া ছিলেন সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহিন সুমন, মোস্তাফিজুর রহমান মানিকসহ আরও অনেকে।
বৈঠকে চলচ্চিত্র পরিচালক সমিতি মন্ত্রীর কাছে চলচ্চিত্রের উন্নয়নে কিছু দাবি পেশ করে। সেসব দাবির মধ্যে অন্যতম বড় দাবিগুলো হলো, বাণিজ্যিক ছবিকে সরকারি অনুদান দেওয়া।
এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সাধারণত যে সব ছবিকে সরকারি অনুদান দেয়া হয় সেগুলো কেউ দেখে না। কখন কোথায় ছবিটি মুক্তি পায়, কেউ জানে না! অনুদানপ্রাপ্ত ছবির নির্মাতারা নিজেরা নিজেরা ছবির প্রদর্শন করেন। কিন্তু যেসব ছবি মানুষ দেখে সেসব ছবি সরকারি অনুদান পায়না। আমরা তথ্যমন্ত্রীর কাছে বাণিজ্যিক ছবিকে সরকারি অনুদান দেওয়ার অনুরোধ করেছি। তবে মানহীন বাণিজ্যিক ছবিকে অনুদান দিতে বলিনি।’
এছাড়া বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে, বিএফডিসিতে শ্যুটিং খরচ কমানো, সারাদেশে সিনেপ্লেক্স নির্মাণ, সিনেমা হলে হল মালিকরা যেন নিজেরা মেশিন বসান সেই ব্যবস্থা ব্যবস্থা করা। এজন্য প্রযোজকদের যেন টাকা না দিতে হয়।
গুলজার বলেন, ‘মাননীয় মন্ত্রী আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দাবি যৌক্তিক। সম্প্রতি ২০টি প্রত্যন্ত জেলায় তথ্যকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। সেখানে সিনেপ্লেক্সও নির্মিত হবে।’
মুশফিকুর রহমান গুলজারের মতে, তথ্যমন্ত্রীর সাথে তাদের বৈঠক সফল হয়েছে। তারা আশা করছেন বাণিজ্যিক ছবিকেও সরকারি অনুদান দেওয়া হবে।
সারাবাংলা/আরএসও/পিএম
চলচ্চিত্র তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বৈঠক