সরকারি অনুদানে হৃদি হক, মীর সাব্বিরের প্রথম চলচ্চিত্র
২৬ এপ্রিল ২০১৯ ০৪:৩৬
অভিনয় শিল্পী হিসেবে জনপ্রিয় এবং সুপরিচিত মীর সাব্বির ও হৃদি হক। এর আগে নাটক পরিচালনা করলেও এবারই তারা নির্মাণ করতে যাচ্ছেন তাদের প্রথম চলচ্চিত্র। তারা পেয়েছেন সরকারি অনুদান। অনুদানপ্রাপ্তদের তালিকায় আরও আছেন মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী, ‘খাঁচা’ খ্যাত পরিচালক আকরাম খান, হোসনে মোবারক রুমি। এরা সবাই ২০১৮-২০১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অনুদান পেয়েছেন।
এছাড়াও প্রামাণ্যচিত্র শাখায় হুমায়রা বিলকিস তার ‘বিলকিস এবং বিলকিস’ এবং পূরবী মতিন তার ‘মেলাঘর’ প্রামাণ্যচিত্রের জন্য পেয়েছেন সরকারি অনুদান। এ দুই পরিচালক তাদের প্রামাণ্যচিত্রের জন্য পাবেন ৩০ লাখ টাকা করে।
শিশুতোষ শাখায় আবু রায়হান মোহাম্মদ জুয়েল পেয়েছেন সরকারি অনুদান। তিনি নির্মাণ করবেন ‘নসু ডাকাত কুপোকাত’ ছবি। যার জন্য তিনি পাবেন ৬০ লাখ টাকা।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ‘রাত জাগা ফুল’ নির্মাণ করবেন মীর সাব্বির। ‘বিধবাদের কথা’ নামের সিনেমা নির্মাণ করবেন আকরাম খান। হোসনে মোবারক রুমি নির্মাণ করবেন ‘অন্তষ্টিক্রিয়া’ নামের ছবি। ‘১৯৭১ সেই সব দিন’ পরিচালনা করবেন হৃদি হক। আর কবরী নির্মাণ করবেন ‘এই তুমি সেই তুমি’ ছবিটি।
পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে আকরাম খানের ‘বিধবাদের কথা’ ছবিটির নাম পরিবর্তন সাপেক্ষে এবং ‘অন্তষ্টিক্রিয়া’, ‘১৯৭১ সেইসব দিন’, ‘এই তুমি সেই তুমি’ ছবিগুলোর গল্প /পান্ডুলিপি পরিমার্জন /সংশোধন সাপেক্ষে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাঁচটির মধ্যে মীর সাব্বির ও আকরাম খানের ছবি দুটি পাবে ষাট লাখ করে টাকা। আর বাকি তিন জন পাবেন পঞ্চাশ লাখ টাকা।
বুধবার (২৪ এপ্রিল) প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানায় তথ্য মন্ত্রণালয়।
সারাবাংলা /পিএ/এসবি
আকরাম খান কবরী মীর সাব্বির সরকারি অনুদান হৃদি হক হোসনে মোবারক রুমি