Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা জানালেন বরুণের বিয়ের খবর!


২৮ এপ্রিল ২০১৯ ১২:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমসাময়িকরা একে একে বসছেন বিয়ের পিঁড়িতে। বরুণ ধাওয়ান হয়তো ভেতরে ভেতরে প্রস্তুতি সেরে রাখছেন। তবে মুখে কিছু বলছেন না। বেশ কয়েক বছর ধরেই ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গে ডেট করছেন তিনি। কিন্তু কবে বিয়ে করছেন সেই প্রশ্নে বরুণের মুখে কুলুপ।

বরুণ মুখ বন্ধ রাখলে উল্টোটা করলেন বরুণের বাবা বলিউডের প্রভাবশালী পরিচালক ডেভিড ধাওয়ান। ছেলের বিয়ে সম্পর্কে গণমাধ্যমকে তথ্য দিয়েছেন তিনি। বলেছেন, ২০২০ সালের ডিসেম্বর নাগাদ বিয়ে করবেন বরুণ।

সম্প্রতি সাংবাদিকদের ডেভিড বলেন, ‘বরুণ এবং নাতাশার সম্পর্কে আমি খুব খুশি। ওদের ছোটবেলা থেকেই দুজনকে দেখে আসছি। সব কাজেই দু’জন একে অপরকে সমর্থন করে। আমার ধারণা ওরা হয়তো পরের বছরই ডিসেম্বর নাগাদ বিয়ে করবে।’

বিজ্ঞাপন

বছর ছয় আগে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন বরুণ। এরপ তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু রোমান্টিক-মারদাঙ্গা ছবি না, ‘অক্টোবর’, ‘সুই ধাগা’র মতো ভিন্নধারার ছবিতেও নিজের জাত চিনিয়েছেন বরুণ। ব্যক্তিগত জীবনেও যথেষ্ট ব্যালান্সড বরুণ। দীর্ঘদিন ধরে তিনি ‘ওয়ান উইম্যান ম্যান’!

বান্ধবী নাতাশা বরুণের চেয়ে বছর দুয়েকের ছোট। নাতাশা পড়াশোনা করেছেন নিউইয়র্কে, ফ্যাশন টেকনোলজি নিয়ে। বর্তমানে একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

করণ জোহর ডেভিড ধাওয়ান নাতাশা দালাল প্রেম বরুণ ধাওয়ান বলিউড বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর