চলচ্চিত্রের মানুষরা যেনো সৎ মায়ের সন্তান: ইলিয়াস কাঞ্চন
২৮ এপ্রিল ২০১৯ ১৩:৩৯
বাংলা চলচ্চিত্র নিয়ে দেখা স্বপ্ন ফিকে হতে বসেছে। দিন গড়ানোর সাথে সাথে সেই স্বপ্ন বাষ্প হয়ে উড়ে যাচ্ছে যেন। কোথাও কোনো ভালো খবর নেই। হতাশা আঁকড়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে। কিন্তু কেনো?
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন দিলেন সে উত্তর। একটি প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রের নানা দিক নিয়ে কথা বলেন এক সময়ের সাড়া জাগানো এই চিত্রনায়ক।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চিরজীবন দেখে এসেছি চলচ্চিত্রের মানুষরা যেনো সৎ মায়ের সন্তান। সেই পাকিস্তান আমল থেকে এমনটা হয়ে আসছে। আমরা চলচ্চিত্রে বঙ্গবন্ধু ছাড়া কাউকে পাইনি যিনি চলচ্চিত্রকে ভালোবেসেছেন। লালন-পালন করেছেন।’
তিনি আরও বলেন, ‘এর আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন তাকে আমি এক টকশোতে প্রশ্ন করেছিলাম, আপনি মন্ত্রী হয়েছেন। আপনি কি চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য কোনো পরিকল্পনা করেছেন? আমার প্রশ্ন শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বুঝতেই পারেননি এধরনের একটি প্রশ্ন তাকে করব। আসলে যিনি মন্ত্রী হন, চলচ্চিত্রের দায়িত্ব নেন তার তো কোন পরিকল্পনাই থাকে না। পরিকল্পনা না থাকলে চলচ্চিত্র শিল্পের উন্নতি কিভাবে হবে! সেজন্য আমি সবসময় বলি, আমরা চলচ্চিত্রের লোকেরা সৎ মায়ের সন্তান। সবসময় আমাদের সম্পর্কে নেতিবাচক কথা বলা হয়ে থাকে।’
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর এক অভিজাত রেস্তোঁরায় নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি বাংলা চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম