Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে আরিফিন শুভ’র ‘আহা রে’


২৯ এপ্রিল ২০১৯ ১২:৫৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৭:১৫

‘আহা রে’ কলকাতার ছবি। কিন্তু ছবিটি নিয়ে এদেশের মানুষদের বাড়তি আগ্রহের কারণ এতে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ইতিমধ্যেই ছবিটি মুক্তির দশম সপ্তাহ পার করেছে। এ সময়ে ছবিটি পেলো নতুন একটি খবর। ১৪তম হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ডোমেস্টিক প্রিমিয়ার হবে ছবিটির।

ছবির পরিচালক রঞ্জন ঘোষ এই খবরে বেশ উচ্ছ্বসিত। তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের একটি অগ্রগণ্য চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। ফলে আমাদের ভাল লাগাটাই স্বাভাবিক।’

বিজ্ঞাপন

উৎসবের প্রিমিয়ারের খবরে খুশি ছবিটির প্রযোজক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ।

‘আহা রে’ ছবিতে দুই রাঁধুনির গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক রঞ্জন। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে ছবির গল্প।

সারাবাংলা/পিএম/পিএ

১৪তম হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যাল আরিফিন শুভ আহারে ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জন ঘোষ হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যাল