উৎসবে পুরস্কৃত ‘পুরুষাতঙ্ক’
২৯ এপ্রিল ২০১৯ ১৬:৪৭
অপরাজিতা সংগীতা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুরুষাতঙ্ক’। ছবিটি ভারতে অনুষ্ঠিত ‘ডিজিটাল ওয়ান্ডারল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যল’ থেকে জিতে নিয়েছে একটি পুরস্কার।
উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি। এর সিনেমাটোগ্রাফি করেছেন রোহিত চৌধুরী। ২৮ এপ্রিল কলকাতার হাওড়া’র শরৎ সদনে অনুষ্ঠিত হয় এই উৎসব। রোববার (২৮ এপ্রিল) সকালে উৎসবে দেখানো হয় ‘পুরুষাতঙ্ক’।
উৎসবে বাংলাদেশের শাহাদাত রাসেল নির্মিত ‘ডেফিনেশন অব পলিটিক্স’ ছবিটিও দেখানো হয়। এই ছবিটিও পুরস্কার জিতেছে সেরা পরিচালকের বিভাগে।
পুরস্কার প্রাপ্তির খবর জেনে অপরাজিতা সংগীতা জানান, আজকের সকালটা শুরু হলো একটি মন ভালো করা খবর দিয়ে। আমার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরুষাতঙ্ক অর্জন করেছে একটি অ্যাওয়ার্ড। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রেমীদের স্বল্প পরিসরের আয়োজন ‘‘ডিজিটাল ওয়ান্ডারল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যল’’। উৎসবে আমি যেতে পারিনি। কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আয়োজকদের প্রতি। এইসব ছোট ছোট অর্জনগুলো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।’
নারী পুরুষের একটি মানবিক, সহানুভূতিশীল ও সমতার সমাজের দাবির গল্পই হচ্ছে ‘পুরুষাতঙ্ক’।
সারাবাংলা/পিএ/পিএম