Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসপি হলেন রানী মুখার্জি


৩০ এপ্রিল ২০১৯ ১২:৩৯

রানী মুখার্জী এক সাহসী পুলিশ অফিসার। শিশু পাচারকারীদের দীর্ঘদিনের সাম্রাজ্য ভেঙে দেন তিনি। তার সাহসিকতার উপহার হিসেবে এবার রানী মুখার্জীকে পদোন্নতি দেয়া হয়েছে। তিনি হয়েছেন সুপারিনটেনডেন্ট অব পুলিশ।

মারদানি সিনেমায় পুলিশ অফিসার হয়ে দর্শকদের মাত করে দিয়েছিলেন। একই সঙ্গে বক্স অফিসও। সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে মারদানি টু। ছবিতে তার নাম থাকবে শিবানি শিবাজি রায়। আর এই ছবিতেই পুলিশের নতুন দায়িত্বে, নতুন মিশনে দেখা যাবে বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশ পেয়েছে মারদানি টু ছবিতে রানির নতুন লুক। সেখানে দেখা যাচ্ছে পুলিশের পোশাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন রানী।

মারদানী টু-তে রানীকে অবতীর্ন হতে হয় আরও দুর্ধর্ষ অপারেশনে। রানীকে টক্কর দিতে দেখা যাবে ২১ বছর সয়সী দয়াহীন এক ভিলেনের সঙ্গে।

আদিত্য চোপড়ার প্রযোজনায় মারদানি টু পরিচালনা করছেন গোপি পুথরান। প্রথম কিস্তির চিত্রনাট্যকার হিসেবে ছিলেন তিনি আর পরিচালক হিসেবে ছিলেন প্রদীপ সরকার।

মারদানি ছবিটি মুক্তি পায় ২০১৪ সালের ২২ আগস্ট। মারদানি টু ছবিটি চলতি বছরেই মুক্তি পাবার কথা রয়েছে।

সারাবাংলা/পিএ/পিএম

পুলিশ বলিউড মারদানি রানী মুখার্জী সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর