ঈদে আসছে যেসব ছবি
২ মে ২০১৯ ১৬:০৪
ঈদুল ফিতর আসন্ন। হাতে আছে মাত্র মাস খানেক। এরমধ্যে চলচ্চিত্রপাড়ায় চলছে ঈদের সম্ভাব্য ছবি মুক্তি নিয়ে আলোচনা। আগে যেখানে মুক্তিপ্রতীক্ষিত ছবির নাম জানতে কাকরাইলে কান পাততে হতো, এখন সেই জায়াগা দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া। ছবির পরিচালক-প্রযোজক নানাভাবে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছবির নাম জানিয়ে দিচ্ছেন। করছেন নানারকম প্রচার।
শোনা যাচ্ছে, এবার ঈদুল ফিতরে সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছে পাঁচটি ছবি। ছবিগুলো হলো—‘পাসওয়ার্ড’, ‘নোলক’, ‘বেপরোয়া’, ‘আবার বসন্ত’ এবং ‘ভাগ্যবতী’। এরমধ্যে ‘পাসওয়ার্ড’ ও ‘নোলাক’ ছবিতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে ছবি দুটিতে অভিনয় করবেন যথাক্রমে বুবলি ও ববি। এছাড়া ‘বেপরোয়া’ ছবিতে ববির সাথে জুটি বেঁধেছেন রোশান। ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও স্পর্শিয়া। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হবেন স্পর্শিয়া। আর ‘ভাগ্যবতী’ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল।
মালেক আফসারি পরিচালনা করেছেন ‘পাসওয়ার্ড’। এটির প্রযোজক শাকিব খান। ছবিটি নিয়ে প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী পরিচালক। তার মতে এটি হবে ঈদের সেরা ছবি। মালেক আফসারি বলেন, ‘শাকিব খান ও বুবলিকে নিয়ে ধামাকা দিতে আসছি। এই ছবির সামনে অন্য কোন ছবি দাঁড়াতেই পারবে না। আমার লক্ষ্য সবগুলো সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া। সিনেমাটি দর্শকরা তিনটি কারণে দেখবে। যার প্রথম কারণ শাকিব খান, দ্বিতীয় কারণ আমি এবং তৃতীয় কারণ গল্প।’
শাকিব খান অভিনীত আরেক ছবি ‘নোলক’ পরিচালনা করেছেন সাকিব ইরতেজা চৌধুরী। এই ছবির প্রযোজকও তিনি। যদিও প্রথম দিকে পরিচালক ছিলেন রাশেদ রাহা। অভ্যন্তরীণ কোন্দলের কারণে পরিচালকের দায়িত্ব নিয়েছেন প্রযোজক। ঈদে ‘নোলক’ ছবির মুক্তি প্রসঙ্গে সাকিব ইরতেজা চৌধুরী বলেন, ‘ঈদে “নোলক” মুক্তি পাচ্ছে, এটা নিশ্চিত। আগে কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে। আর পেছাতে চাই না।’
একই নায়কের একাধিক ছবি মুক্তি ব্যবসার ক্ষেত্রে সাংঘর্ষিক হবে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘একদম না। ঈদে ন্যূনতম তিনটি ছবি প্রয়োজন হয় ব্যবসা করার জন্য। সে হিসেবে শাকিব খানের অন্য ছবি মুক্তি পেতেই পারে। এটা ছবি ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না। ছবিটি পর্যাপ্ত সংখ্যাক সিনেমা হলে মুক্তি দিতে পারব বলে আমার বিশ্বাস। কারণ এই ছবিটি সবার মাঝে আগ্রহ তৈরী করেছে।’
এদিকে ‘বেপরোয়া’ গত বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মাত্র একটি সিনেমা হলে। তবে এবার আরও বেশি প্রেক্ষাগৃহে নতুন করে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুধু তাই নয়, প্রচারণা চালানো হবে নতুন করে। এটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ।
ওদিকে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ রয়েছে ঈদে মুক্তির তালিকায়। তবে ছবিটি বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। পরিচালক বেশি সিনেমা হল প্রত্যাশাও করছেন না। অনন্য মামুন বলেন, ‘আমার ছবিটি বেশি হলে মুক্তি না পেলেও চলবে। পাঁচটি সিনেমা হলে মুক্তি পেলেই আমি খুশি এবং সেটাই আমার টার্গেট। এরইমধ্যে বলাকা সিনেমা হল কর্তৃপক্ষ ছবিটি ঈদে প্রদর্শন করবে বলে চূড়ান্ত করেছে।’
মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে নির্মিত ‘ভাগ্যবতী’ ছবি পোস্ট প্রোডাকশনের কাজ তড়িঘড়ি করে শুরু করে দেয়া হয়েছে। সূত্রের খবর, ছবিটি ঈদে মুক্তি দেয়ার জন্য এডিটিং, ডাবিংসহ বাকি কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এ বিষয়ে নিশ্চিত হতে এফ আই মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
‘শাহেনশাহ’ ছবিটি ঈদে আসবে কি না, তা জানার আগ্রহ অনেকের। এ বিষয়ে ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘ঈদের সময় বিশ্বকাপ ক্রিকেট খেলা চলবে। আমরা আলোচনা করে দেখব যে, ছবিটি মুক্তি দিলে টাকা উঠে আসবে কি না। যদি উঠে আসার সম্ভাবনা থাকে তাহলে আমরা ছবিটি মুক্তি দেব, তা না হলে কোরবানি ঈদের জন্য প্রস্তুতি নেব।’
দৃশ্যত, ঠিক কোন কোন সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। শেষ দিকের হিসেবে নিকেশে অনেক পরিকল্পনা বদলে যায়। কোনো কোনো প্রযোজক সরে আসেন মুক্তি দেয়ার সিদ্ধান্ত থেকে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কোন কোন ছবি মুক্তি পায়!
তবে এবার ঈদুল ফিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছ বিশ্বকাপ ক্রিকেট। এই ক্রীড়া আসরের প্রতি মানুষের সিনেমার থেকেও বেশি আগ্রহ। সেকারণে প্রেক্ষাগৃহে দর্শক কম আসতে পারার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম