অনুদানে অনিয়ম: গৃহীত হচ্ছে না চার সদস্যের পদত্যাগ
২ মে ২০১৯ ১৯:৫৫
ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সব সদস্য তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখছেন। যে চারজন সদস্য পদত্যাগ করার কথা বলেছিলেন, তারাও কমিটিতে নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ মে) রাতে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পদত্যাগী চার সদস্য তাদের পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি সঠিক বলে জানিয়েছেন পদত্যাগী চার সদস্যের দুই সদস্য বিশিষ্ট পরিচালক মোরশেদুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। তারা সারাবাংলাকে জানান, তাদের সঙ্গে কথা বলেই তথ্য মন্ত্রণালয় থেকে এই সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় চলচ্চিত্র অনুদান কমিটির চারজন সদস্য মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম ও মতিন রহমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মিন্টু রোডের সরকারি বাসভবনে বৈঠক করেন। তথ্যসচিব আবদুল মালেকও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, অনুদানের ছবির সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবারের অনুদান সংশ্লিষ্ট যেসব অভিযোগ উঠেছে সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তথ্যমন্ত্রী তাদের আশ্বস্থ করেন।
উল্লেখ্য ২৮ এপ্রিল অনুদানে অনিয়মের অভিযোগ তুলে অনুদান কমিটি থেকে পদত্যাগ করেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনূর রশীদ, খ্যাতিমান নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ড. মতিন রহমান।
তথ্যমন্ত্রীসহ অনুদানের মূল কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত পরিবর্তনের অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন চূড়ান্ত অনুদান কমিটির চার সদস্য।
সারাবাংলা/পিএ/পিএম
অনুদান চার সদস্য নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পদত্যাগ মতিন রহমান মামুনুর রশীদ মোরশেদুল ইসলাম