Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানের মূল প্রতিযোগিতায় পিট-ক্যাপ্রিও


২ মে ২০১৯ ২১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে প্রতিযোগিতা করবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট এবং লিয়োনার্দো ডি’ক্যাপ্রিও। তবে এই প্রতিযোগিতা একে অন্যের বিপক্ষে নয়। কানের মূল প্রতিযোগিতায় যুক্ত হয়েছে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিটি। এতে ব্র্যাড ও ক্যাপ্রিও অভিনয় করেছেন একসঙ্গে।

কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় কোন ছবিগুলো প্রতিযোগিতা করবে তা প্রকাশ পেয়েছে গত ১৮ এপ্রিল। সেই তালিকায় শুধু ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিটিই নয় যুক্ত হয়েছে আরও একটি ছবি। আর সেটি হলো ‘মেকটব, মাই লাভ: ইনটারমেজ্জো’।

‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিটি পরিচালনা করেছেন অস্কার, গোল্ডেন গ্লোব জয়ী পরিচালক কুয়েন্টিন তারান্তিনো। আর ‘মেকটব, মাই লাভ: ইনটারমেজ্জো’ ছবির পরিচালক আব্দেললতিফ কাশিশ।

বিজ্ঞাপন

আমেরিকান পরিচালক তারান্তিনো এবং তিউনিশিয়ান-ফ্রেঞ্চ পরিচালক কাশিশ দুজনেই তাদের সিনেমার জন্য জিতেছেন কানের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’ওর। উৎসবের ৭২তম আসরে আবারও তারা প্রতিযোগিতা করবেন পাম ডি’ওরের জন্য।

কান চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৪ মে, চলবে ২৫ মে পর্যন্ত।

সারাবাংলা/পিএ

৭২তম কান চলচ্চিত্র উৎসব ব্র্যাড পিট মূল প্রতিযোগিতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর