Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লড়াইয়ের গল্প শোনাবেন সোনালি


৪ মে ২০১৯ ১০:৩৯ | আপডেট: ৪ মে ২০১৯ ১০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রে। দীর্ঘদিন ধরে লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। চিকিৎসার জন্য অনেকটা সময় ছিলেন নিউইয়র্কে। বর্তমানে মুম্বাইতে আছেন এই নায়িকা।

ক্যান্সার নিয়ে অনেকের মধ্যেই ভয় আর লুকোছাপার বিষয় কাজ করে। কিন্তু এ বিষয়টিতে প্রথম থেকেই পরিস্কার আছেন সোনালি। অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নিজেই। তারপর ধাপে ধাপে চিকিৎসার সব আপডেট এসেছে তার তরফ থেকেই।

এমনকি কেমোর জন্য সাধের চুল ছেঁটে ফেলে সেই ছবিও পোস্ট করেছেন নিজে। এবার একটি টেলিভিশন শোয়ে এসে ক্যান্সারের সঙ্গে যন্ত্রণাময় দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতার কথা জানালেন সোনালি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। অনুষ্ঠানটি শিঘ্রীই প্রচার হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির সোনালি পর্বের টিজার প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আবেগঘন সোনালিকে বলতে শোনা গেছে, ‘ক্যানসার হয়েছে শুনে আমি সারারাত ঘুমাতে পারিনি। শুধু কেঁদেছি। আর ভেবেছি, কেন আমার সঙ্গেই এমনটা হল?’

ক্যান্সারের বিরুদ্ধে সোনালির হার না মানা মানসিকতার প্রশংসা করেছেন সবাই। নিজেকে লুকিয়ে রাখেননি তিনি। বরং নিজেকেই নিজে সাহস দিয়েছেন। তাকে দেখে যেন অন্য ক্যানসার আক্রান্তরা সাহস পায়, সেই চেষ্টাই করেছেন প্রতিদিন। জানা গেছে, টিভি অনুষ্ঠানটিতে সেই লড়াইয়ের গল্পই বলবেন সোনালি বেন্দ্রে।

সমসাময়িক সময়ে অনেক বলিউড তারকা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তালিকায় আছেন ঋষি কাপুর, ইরফান খানদের মতো তারকা। তাদের তিনজনের মধ্যে অদ্ভুত মিল পাওয়া যায়। হার না মানা লড়াইয়ের দৃষ্টান্ত রেখেছেন তিনজনই। ইরফান কিছুদিন হলো কাজে ফিরেছেন। শুরু করেছেন শুটিং। ঋষিও জানিয়েছেন, তিনি ক্যানসার মুক্ত। তবে সম্পূর্ণ সুস্থ হতে আর মাস দুই লাগবে। সব মিলিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার বার্তাই দিচ্ছেন বলিউড তারকারা।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম

ইরফান খান ঋষি কাপুর ক্যান্সার টিভি শো নেহা ধুপিয়া বলিউড লড়াই লড়াইয়ের গল্প সুস্থ সোনালি বেন্দ্রে

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর