Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের বায়োপিকে আলিয়াকে চান মাধুরী


৪ মে ২০১৯ ১৪:৪৬ | আপডেট: ৪ মে ২০১৯ ১৪:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেলো কয়েক বছর ধরে বলিউডে বায়োপিক ছবি নির্মাণের জোয়ার বইছে। খেলোয়াড়, অভিনয়শিল্পী থেকে শুরু করে কুখ্যাত সন্ত্রসী— কে নেই সেই তালিকায়! মূলত বায়োপিক ছবির বক্স অফিস সাফল্যের কারণে বলিউডে এ ধরনের ছবি নির্মাণের হিড়িক পড়েছে।

এদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতও চান তার জীবনি নিয়ে চলচ্চিত্র নির্মিত হোক। কেউ যদি তার জীবনের গল্প নিয়ে ছবি বানাতে চান তাহলে তাকে স্বাগত জানাবেন তিনি। তবে সেক্ষেত্রে থাকবে একটি শর্ত। শর্তটি হলো, পর্দায় তিনি তার চরিত্রে আলিয়া ভাটকে দেখতে চান। খবর বলিউড হাঙ্গামার।

মাধুরী দীক্ষিত বলেন, ‘কেউ আমাকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে চাইলে আলিয়া ভাটকে নিতে হবে আমার চরিত্রে। আমার মনে হয় আলিয়া আমার চরিত্রকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবে। তবে এক্ষেত্রে আলিয়াকেও একটি শর্ত মানবে হবে। তাকে কত্থক নাচ শিখতে হবে।’

বিজ্ঞাপন

আলিয়াকে কত্থক নাচ শেখার শর্ত দিয়েছেন কারণ, মাধুরী কত্থক নাচে দুর্দান্ত। শুধু কত্থক নয়, সব ধরনের নাচে তার জুড়ি মেলা ভার। সিনেমায় নাচ দিয়ে তিনি ভক্তদের মুগ্ধ করতেন।

সম্প্রতি ‘কলঙ্ক’ ছবিতে আলিয়া ও মাধুরী একসঙ্গে অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয়ের কারণেই আলিয়ার অভিনয় খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। তাই আলিয়া ভাটের ওপর আস্থা রাখতে কার্পণ্য করেননি মাধুরী। এখন দেখা যাক, মাধুরীর ইচ্ছা বাস্তবায়নে কোনো নির্মাতােএগিয়ে আসেন কিনা!

সারাবাংলা/আরএসও/পিএম

আলিয়া ভাট বায়োপিক মাধুরী দীক্ষিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর