Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় সিনেমাকে ‘সেক্সিস্ট’ বললেন মীরা নায়ার


২৮ জানুয়ারি ২০১৮ ১৩:৪৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ভারতীয় সিনেমা অনেক দূর এগিয়ে গেলেও এখানে শিল্প এখনও ‘লিঙ্গবাদী’ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত ভারতীয় পরিচালক মীরা নায়ার।

‘মুনসুন ওয়েডিং’ ছবির এই পরিচালক বলেন, ‘পশ্চিমের তুলনায় ভারতীয় চলচ্চিত্রে বেশি নারী পরিচালক ও টেকনিশিয়ান রয়েছে। কিন্তু এখানে নারীদের যৌন উপকরণ হিসেবে দেখানো হয় এবং ব্যবহার করা হয়। যে পিতৃতন্ত্রকে আমি ভয় করি, ভারতীয় সিনেমা শিল্পে তার অস্তিত্ব আছে।’

তবে মীরা নায়ার সেই নারীদের নিয়ে গর্ব করেন যারা পুরুষতান্ত্রিক বলিউডকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নিজস্ব পথ তৈরি করে নিয়েছে।

‘আমার জেনে ভালো লেগেছে ‘বেরিলি কি বারফি’ ছবিটি একজন নারীর বানানো। কিন্তু আমি নিশ্চিত যে পুরুষ শাসিত বলিউডে এই কাজটি করতে তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে।’

বলিউডের বর্তমান অসহিষ্ণুতা নিয়েও কথা বলেন নায়ার। মিরা নিজেই তার ‘কামসূত্র’ ছবিটির জন্য মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন। নিষিদ্ধ করা হয়েছিল তার ছবিটি।

সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’ ছবিটি নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়টি টেনে মীরা বলেন, ‘চলচ্চিত্র নিয়ে আপত্তি বা বিতর্ক তৈরির দৃষ্টান্ত নিয়মিত তৈরি হচ্ছে ভারতে। এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতি। সেন্সরশিপ বোর্ডে কঠোর আইনের মাধ্যমে স্বাধীনভাবে কাজে কাজ করতে বাঁধা প্রধান করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।’

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর