Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইডেন যাচ্ছে থিয়েটার আর্ট ইউনিট


৫ মে ২০১৯ ১৬:৩২

দেশের জনিপ্রয় নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট যাচ্ছে সুইডেন। সাংস্কৃতিক বিনিময় প্রকল্পের আওতায় সেখানকার নাট্যদল সন্দ্রেবলস অপেরার আমন্ত্রণে তাদের এই বিদেশ যাত্রা। এ জন্য সোমবার (৬ মে) থিয়েটার আর্ট ইউনিটের ১৯ জনের একটি দল সুইডেনের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

আগামী ১০ ও ১১ মে স্টকহোমের ফ্রিয়া টিটার্নে থিয়েটার আর্ট ইউনিট তাদের ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’ নাটকটি মঞ্চস্থ করবে। সুইডেনের সুচশিল্পী হ্যানা ও বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক শাপলার জীবনের গল্প উঠে এসেছে এ নাটকে।

বিজ্ঞাপন

আনিকা মাহিন একা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। সংগীত ও আলোক পরিকল্পনা করেছেন যথাক্রমে সেলিম মাহবুব ও নাসিরুল হক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজন রেজাউল, সংগীতা চৌধুরী, মিতালী দাস।

নাটক মঞ্চস্থ ছাড়াও থিয়েটার আর্ট ইউনিট স্টকহোমে সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে।

সারাবাংলা/পিএ

থিয়েটার আর্ট ইউনিট নাটক মঞ্চ সুইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর