Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্র্যামির লাল গালিচায় সাদা গোলাপ


২৮ জানুয়ারি ২০১৮ ১৪:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি। বসতে যাচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬০তম আসর। রোববার (২৮ জানুয়ারি) নিউ-ইয়র্কে অনুষ্ঠিত হবে জমকালো অনুষ্ঠান। বাংলাদেশে তখন সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা ৩০মিনিট।

কারা পাচ্ছেন গ্র্যামি? তাদের নাম জানা যাবে ঘোষণার পর। কিন্তু তার আগে সবাই মেতেছেন লাল গালিচার কর্মযজ্ঞ নিয়ে। এই আসর থেকেও প্রতিবাদ করা হবে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানীর বিরুদ্ধে। ‘টাইমস আপ’ আন্দোলনকে সমর্থন জানানো হবে গ্র্যামির লাল গালিচা থেকে।

সংগীতের তারকারা পোশাকের সঙ্গে রাখবেন সাদা গোলাপ। এর মাধ্যমে তারা প্রতিবাদ জানাবেন কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানীর বিরুদ্ধে। সাদা গোলাপ কনসেপ্টকারিরা বলছেন, ‘সাদা গোলাপ আশা, শান্তি ও সহমর্মিতার প্রতীক। তাই এটিকে আমরা বেছে নিয়েছি।’

বিজ্ঞাপন

অনেক সংগীতশিল্পীরা এই ধারণায় সহমত প্রকাশ করেছেন। লেডি গাগাসহ ১৯টি পরিবেশনা থাকবে ৬০তম গ্র্যামিতে। গসিপ সাইট ‘হিটস ডেইলি ডাবল’ লিখেছে টেইলর সুইফট, এড শিরান, লর্ড অ্যান্ড জাস্টিন টিম্বারলেক নাকি গ্র্যামি বয়কট করেছে। তবে খবরটিকে সবাই ‘রাবিশ’ বলছে।

বরাবরের মতো এবারো সংগীতের ৮৪টি বিভাগে দেয়া হবে পুরস্কার। আয়োজনটি সঞ্চালনা করবেন জেমস করডেন।

সারাবাংলা/পিএ/টিএস

গ্র্যমি অ্যাওয়ার্ড