Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান


৬ মে ২০১৯ ১২:৪০

আবারও লাইফ সাপোর্টে নেয়া হয়েছে দেশের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম।

তিনি বলেন, ‘এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে আবার লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। শ্বাস নিতে কষ্ঠ হওয়ার কারণে সকালে চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।’

বিজ্ঞাপন

৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে এ টি এম শামসুজ্জামানকে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। নিউমোনিয়ার কারণে তাকে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয় এবং খুলে দেওয়া হয় লাইফ সাপোর্ট। এরপর তিনি ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন।

গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এ টি এম শামসুজ্জামান।

সারাবাংলা/পিএ

অসুস্থ এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর