Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানের ৭২ তম আসরের শেষ ছবি ‘দ্য স্পেশালস’


৬ মে ২০১৯ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহরে উৎসবের ৭২তম আসর বসছে ১৪ মে থেকে, চলবে ২৫ মে পর্যন্ত।

নানা আয়োজনের মধ্যে দিয়ে চলতে থাকবে উৎসব। আর এর পর্দা নামবে সিনেমা প্রদর্শনের মাধ্যমে। সোমবার (৬ মে) প্রদর্শিত হতে যাওয়া সেই ছবির নাম প্রকাশ করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ‘দ্য স্পেশালস’ ছবি প্রদর্শনের মাধ্যমে। ছবিটি মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাও করবে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অলিভিয়ে নাকাশ এবং এরিক তোলেরান।

‘দ্য স্পেশালস’ ছবিকে এবার আর ‘ক্লোজিং ফিল্ম’ বলা হচ্ছে না। যে ছবির মাধ্য উৎসব শেষ হবে, সেই আয়োজন বা সেই ছবিকে এখন থেকে বলা হবে ‘লাস্ট স্ক্রিনিং’।

বিজ্ঞাপন

‘দ্য স্পেশাল’ ছবিটে প্রদর্শিত হবে ৭২ তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান, আনুষ্ঠানিক বক্তব্য, পাম ডি’ওর প্রদানের পরে।

সারাবাংলা/পিএ

৭২তম কান চলচ্চিত্র উৎসব দ্য স্পেশালস শেষ ছবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর