Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ফেব্রুয়ারি থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব


২৮ জানুয়ারি ২০১৮ ১৯:১০

জাবি করেসপনডেন্ট

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৮। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত এবারের উৎসবের শ্লোগান ‘বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান’। উৎসবটি চলবে ১১ ফেব্রয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরাজান ইসলাম উৎসবের উদ্বোধন করবেন। রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের আহ্বায়ক নাজমুল হোসেন।

উৎসবের শুরুতেই শ্রদ্ধা জানানো হবে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) র‌্যালীর মধ্য দিয়ে শুরু হবে ১০দিনের আয়োজন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যদল। উৎসবে আরো থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের পোস্টার প্রদর্শনী, পুনর্মিলনী, মধ্য রাতের কবিতা ও গান।

উৎসবের মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক মুখরা রমণী বশীকরণ (৩ ফেব্রুয়ারি), জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নিশিমন বিসর্জন (৪ ফেব্রুয়ারি), জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা মানুষ (৫ ফেব্রুয়ারি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক থিয়েটারের চে’র সাইকেল (৬ ফেব্রুয়ারি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নীল দংশন (৭ ফেব্রুয়ারি), জাবি থিয়েটারের হাত হদাই (৮ ফেব্রুয়ারি), বুয়েট ড্রামা সোসাইটির লেটার টু এ চাইল্ড নেভার বর্ন (১০ ফেব্রুয়ারি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ক্যাপটেন হুররা (১১ ফেব্রুয়ারি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

জাহাঙ্গীরনগর আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর