Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার ‘কণ্ঠে’ মুগ্ধ দর্শক


১১ মে ২০১৯ ১৫:৫৫

কয়েক বছর ধরে নিয়মিতভাবে কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ছবি। সবশেষ শুক্রবার (১০ মে) মুক্তি পেয়েছে জয়া অভিনীত ছবি ‘কণ্ঠ’। খুব বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি না পেলেও উল্লেখযোগ্য হারে দর্শক টানতে সক্ষম হয়েছে ছবিটি। পাশাপাশি প্রশংসিত হচ্ছে জয়া আহসানের অভিনয়।

কলকাতার ভবানিপুর জ্যোতিন দাশ পার্ক এলাকায় অবস্থিত বিজলী সিনেমা হল। সেখানে ২ টা ৩০ মিনিটে প্রদর্শিত হচ্ছে ‘কণ্ঠ’। প্রথম দিনের হল রিপোর্ট জানতে চাইলে ‘বিজলী’ সিনেমা হলের ম্যানেজার অশোক চ্যাটার্জী বলেন, ছবিটি দেখতে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে তা বলবো না। তবে দর্শক যা আসছে এতেই আমরা খুশি। কারণ, একদিন কেবল হলো মুক্তি পেয়েছে। আরও সামনে দিন আছে। রোববার ছুটির দিন আসছে। তখন আরও দর্শক বাড়বে। ছবিটি খুব ভালো গল্পের ছবি।

বিজ্ঞাপন

‘কণ্ঠ’ ছবির একটি দৃশ্যে জয়া আহসান। ছবি: ইন্টারনেট

এদিকে ছবিঘর সিনেমা হলে ৭টা ৪৫ মিনিটের সান্ধ্যকালীন শোতে চলছে ‘কণ্ঠ’। সিনেমা হলের ম্যানেজার শঙ্কর বলেন, ‘ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদি ছিলাম। আশা ছিল ভালো চলবে। শিবু প্রসাদ ও নন্দিতার রায়ের ছবি এমনিতেই ভালো চলে। ‘কণ্ঠ’ও ভালো চলছে।

ওদিকে মিনার সিনেমা হলের ম্যানেজার বুলু বাবুও ‘কণ্ঠ’ ছবি ভালো চলছে বলে জানান। তিনি বলেন, ছবির গল্প ভালো হলে ছবি চলে। এই ছবির গল্প ভালো। মেকিং ভালো। সন্ধ্যার শো হলেও মানুষ ছবিটি দেখতে আসছে।

ছবিতে জয়া আহসান একজন স্পিস প্যাথলজিস্ট বা স্পিস থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। এবারই প্রথম জয়া আহসান কণ্ঠ ক্যানসার বিষয়ক কোনো ছবিতে অভিনয় করলেন। ছবিতে ক্যানসার রোগীর চরিত্রে অভিনয় করেছেন শিবু প্রসাদ। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন পাওলি দাম, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবু প্রসাদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম

কণ্ঠ জয়া আহসান নন্দিতা রায় শিবু প্রসাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর