Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা দিবসে জাহ্নবীর মন খারাপ করা ছবি


১২ মে ২০১৯ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিটা হয়তো আর দশটা সাধারন ছবির মতোই। মায়ের কোলে হাসিমুখে বসে আছে সন্তান। মা আর সন্তানের খুব স্বাভাবিক ভঙ্গিমার একটি ছবি। কিন্তু ছবিটা অমূল্য হয়ে উঠেছে তখনই যখন নিশ্চিত হয়ে গেছে চাইলেও মায়ের সঙ্গে এমন করে ছবি তুলতে পারবেন না জাহ্নবি।

হ্যাঁ, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের কথা বলা হচ্ছে। তার মা বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। এই অভিনেত্রী প্রয়াত হয়েছেন বছর খানেকের বেশি। মাকে ছিাড়া বিষন্ন মাদার্স ডে তে একটি ছবি পোস্ট করেছেন জাহ্নবি। যেখানে ঘাগরা আর সোনার গয়না পড়া ছোট্ট জাহ্নবিকে ঝুঁটি দুলিয়ে মায়ের কোলে বসে হাসতে দেখা যাচ্ছে।

মায়ের সঙ্গে তোলা নিজের ছোটবেলার ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহ্নবী। তিনি লিখেছেন, ‘মায়ের কথা শোন। ওদের আনন্দ দাও। পৃথিবীর সব ভালবাসা তাদের দাও। হ্যাপি মাদার্স ডে।’

বিজ্ঞাপন

জাহ্নবীর শেয়ার করা ছবি আর আবেগঘন স্ট্যাটাস দেখে আবেগতাড়িত হয়েছেন তার বন্ধু এবং অনুরাগীরা।

সারাবাংলা/পিএম

জাহ্নবী কাপুর বিষন্ন মাদার্স ডে শ্রীদেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর