Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাত দলে সুশান্ত সিং!


৩০ জানুয়ারি ২০১৮ ১৪:১৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ১৬:৩৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক

এরইমধ্যে প্রমানিত যে, সুশান্ত সিং রাজপুত ভার্সেটাইল অভিনেতা। কাই পো চে, ধোনি, বমকেশ বক্সি ছবিগুলো তাই বলে। সুশান্ত অভিনীত শেষ সিনেমা ‘রাবতা’। ভালো ব্যবসা না করতে পারলেও, প্রসংশিত হয়েছে সুশান্তের অভিনয়।

আবারো ঝলক দেখাতে আসছেন এই অভিনেতা। এবার সুশান্ত সিং রাজপুত হয়েছেন এক ডাকাত দলের সদস্য। সম্প্রতি ডাকাত সাজে একটি ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে।

ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ লিখেছেন, ‘সুশান্ত প্রথমবারের মতো ডাকাতের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটি ভালো করে বোঝার জন্য শুটিংয়ের বেশ কিছু আগেই স্পটে চলে গেছে সে। সত্যিকারের ডাকাত ছিলেন, এমন কিছু মানুষের সঙ্গে সময় কাটাচ্ছে সুশান্ত।’

সিনেমার নাম ‘সঞ্চিরিয়া’, পরিচালনা করছেন অভিষেক চুবেই। এই সিনেমার গল্প সত্য ঘটনা অবলম্বনে। ভারতের চম্বল ডিভিশনের কিছু ঘটনা উঠে এসেছে এই সিনেমায়।

সারাবাংলা/পিএ

সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর