Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিংয়ে শাকিব, কেক কেটে উদযাপন


৩০ জানুয়ারি ২০১৮ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

সিনেমার শুটিংয়ে কখনো কলকাতা, কখনো থাইল্যান্ড। আরো কতো জয়গায় যেতে হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এখন তিনি আছেন অস্ট্রেলিয়ায়। একা নন, সঙ্গে আছে নায়িকা বুবলি ও ‘সুপারহিরো’ সিনেমার পুরো ইউনিট।

অস্ট্রেলিয়ায় গিয়েই কিছুটা অসুস্থ হয়ে পরেন শাকিব খান। প্রচন্ড ঠান্ডায় শরীর খারাপ করে তার। এখন সব প্রতিকূলতা কাটিয়ে পুরোদমে শুটিং করছেন শাকিব।

শেষ হয়েছে তিনদিনের শুটিং। ১৬-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শুটিং করবেন বলে জানিয়েছেন পরিচালক আশিকুর রহমান। ‘এখন আমরা খুব ভালোভাবে শুটিং করছি। প্রথম লটের কাজ চলছে। দ্বিতীয় লটের কাজ কবে হবে, তা প্রযোজক জানাবেন।’ বললেন পরিচালক।

বিজ্ঞাপন

শুটিং ভালোভাবে হচ্ছে জন্য সম্প্রতি কেক কেটে উদযাপন করেছেন ‘সুপারহিরো’ সিনেমার নায়ক-নায়িকা ও কলাকুশলীরা। পরিচালক বলেন, ‘এটি কোনো মহরৎ নয়। শুটিং শুরুর সময় কোনো সেলিব্রেশন হয়নি। তাই এখন কেক কাটলাম।’

শাকিব খনকে নিয়ে আশিকুর রহমানের এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি সিনেমা করেছেন এই পরিচালক-নায়ক জুটি। ছবিটির কাজ এখনো শেষ হয়নি।

সারাবাংলা/পিএ

আশিকুর রহমান শাকিব খান সুপারহিরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর