Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুসংস্কার ও বাস্তবতার নাটক ‘বিবাহ বিষয়ক জটিলতা’


৩০ মে ২০১৯ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুসংস্কারাচ্ছন্ন এক ছেলেকে জ্যোতিষী পরামর্শ দেয় চব্বিশ বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে। কিন্তু ছেলে তেমন মেয়ের সন্ধান পায় না। এদিকে পরিবারের চাপে ওই ছেলে শর্ত সাপেক্ষে বিয়ে করে। কিন্তু বাসর রাতেই সে তার বউকে জানায় চব্বিশ বছরের সুন্দরী মেয়ে পেলে আবার বিয়ে করবে।

এভাবে নানা জটিলতায় সংসার চলতে থাকে। একসময় সে সুন্দরী মেয়ের সন্ধান পায়। কিন্তু ততদিনে সে তার স্ত্রী’র প্রেমে পড়ে যায়। যে কারণে আর নতুন করে বিয়ে করা হয় না। কুসংস্কারের বিষয়টি সে বুঝতে পেরে জ্যোতিষীকে শাসিয়ে আসে।

ইশতিয়াক আহমেদের গল্প ও নির্দেশনায় এমনি কাহিনী দেখা যাবে ‘বিয়ে বিষয়ক জটিলতা’ নাটকে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন কচি খন্দকার, মিশু সাব্বির ও নিশাত প্রিয়মসহ অনেকে।

বিজ্ঞাপন

প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘সামাজিক কুসংস্কারের প্রভাব এবং বাস্তবতা এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে এটি ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারতি হবে।

সারাবাংলা/পিএ

নাটক বিটিভি চট্টগ্রাম কেন্দ্র বিবাহ বিষয়ক জটিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর