Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট পর্দার সবচেয়ে দামি অভিনেত্রী কারিনা!


১ জুন ২০১৯ ১২:৫৯

কারিনা কাপুর

কারিনা কাপুর খান বড় পর্দার অভিনেত্রী। ছোট পর্দায় তাকে সেভাবে কখনো দেখা যায়নি। দর্শকরাও কারিনাকে বড় পর্দায় দেখেই অভ্যস্ত।

কিন্তু এবার হাওয়া বদলাচ্ছে। কারিনাকে ছোটপর্দায়ও দেখতে পাবেন দর্শকরা। নতুন একটি নাচের রিয়্যালিটি শোতে বিচারক হয়ে আসছেন কারিনা কাপুর খান। আর এই শো-এর জন্য কারিনা যে সম্মানী নিচ্ছেন তাতেই নাকি তিনি ছোট পর্দার সবচয়ে দামি অভিনেত্রী হতে চলেছেন।

বিষয়ের সত্যতা স্বীকার করে এক সাক্ষাৎকারে জবাবও দিয়েছেন কারিনা। বলেছেন- ‘একজন পুরুষ বিচারক যদি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক নিতে পারেন, তাহলে নারী বিচারকেরও তো তাই পাওয়া উচিত। আর আমি অতিরিক্ত কিছু নিচ্ছি না। যতটা সময় ওখানে দেব, বিনিময়ে যে পারিশ্রমিক নেওয়া উচিত, তাই নিচ্ছি।’

কিছুদিন আগে করিনা ঘোষণা দিয়েছেন, দিনে আট ঘন্টার বেশি কাজ করবেন না। মূলত ছেলে তৈমুরকে বেশি সময় দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। রিয়েলিটি শো কর্তৃপক্ষ কারিনা শর্ত মেনেই তার সঙ্গে চুক্তি করেছেন।

সারাবাংলা/পিএম

অভিনেত্রী কারিনা কাপুর কারিনা কাপুর খান ছোট পর্দা টেলিভিশন বলিউড রিয়েলিটি শো

বিজ্ঞাপন

নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড
৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর