Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ পেলো ‘হৃদয় জুড়ে’ টিজার


১ জুন ২০১৯ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘হৃদয় জুড়ে’ ছবির টিজার। ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। আর এতে প্রথমবারের মতো জুট বেঁধে অভিনয় করেছেন কলকাতার প্রিয়াংকা সরকার ও নীরব। এটি প্রিয়াংকা অভিনীত প্রথম বাংলাদেশী ছবি।

রোমান্টিক ঘরানার একটি ছবি ‘হৃদয় জুড়ে’। টিজারে প্রিয়াংকা ও নীরবের রসায়ন তারই প্রমাণ দেয়। ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারটি মনযোগ আকর্ষন করেছে দর্শকদের।

এদিকে ছবি সম্পর্কে প্রিয়াংকা সরকার সারাবাংলাকে বলেন, ‘হৃদয় জুড়ে’ ছবির গল্পটি দারুণ। গল্পের কারণেই মূলত আমি ছবিটি করতে রাজি হই। আমি টিজারটি দেখেছি। ভালো লেগেছে। কলকাতার অনেকে এটির প্রশংসা করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছবির শুটিংয়ের সময় কিছু অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছিল। তবে ওসব পুরোনো। সামনে ছবিটি মুক্তি পাবে, আশাকারি আমার প্রথম বাংলাদেশি ছবি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চে এই ছবির শুটিং হয়েছিল। সে সময় টানা শুটিংয়ে ছবির বেশির ভাগ কাজ শেষ হয়। পরবর্তীতে নায়িকা প্রিয়াঙ্কা ও ছবির পরিচালক রফিক শিকদারের মধ্যে মনোমালিন্যের জেরে আটকে ছিল ছবির শুটিং। এরপর গত বছর জুলাই মাসে কলকাতায় নীরবকে নিয়ে কিছু বাকি থাকা শুটিং শেষ করেন প্রিয়াঙ্কা। তারপর নীরব ‘হৃদয় জুড়ে’ ছবির আটকে থাকা কাজ শেষ করেন।

সারাবাংলা/আরএসও/পিএম

টিজার দেখুন: 

নীরব প্রিয়াংকা সরকার রফিক শিকদার হৃদয় জুড়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর