মিঠু বিরতি ভাঙলেন ১৩ বছর পর
২ জুন ২০১৯ ১৫:৫৭
তার গানের আলাদা ঢঙ। মূলত বৈঠকি ঢঙে রাগভিত্তিক গান করেন আরিফুল ইসলাম মিঠু। সমসাময়িক কথা আর চিরাচরিত অনুভূতির মিশেলে রাগভিত্তিক গান এখন কম হয়। ২০০৬ সালে প্রকাশিত হয় তার শেষ অ্যালবাম ‘গানেরই জলশায়।’ তারপর দীর্ঘ বিরতি। এবার তিনি বিরতি ভাঙলেন। নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ১৩ বছর পর।
ঈদ উপলক্ষে প্রকাশিত হলো আরিফুল ইসলাম মিঠুর ‘মাঝরাতে’ শিরোনামের নতুন গান। সেই সাথে যুগের সাথে তাল মিলিয়ে প্রকাশ করলেন জীবনের প্রথম মিউজিক ভিডিও।
সফিউদ্দিন শিকদারের কথায় গানটির সুর করেছেন মো. ইশহাক। সংগীতায়োজন করেছেন রকেট মন্ডল। আলমগীর হোসেনের ভিডিও পরিচালনায় এতে মডেল হিসেবে আছেন মারুফ এবং জেরী। আছেন মিঠু নিজেও।
কেন এই দীর্ঘ বিরতি? উত্তরে মিঠু বলেন, ‘গান গাওয়া বন্ধ ছিল না। শাস্ত্রীয় গান যারা পছন্দ করেন, তাদের নিয়ে ঘরোয়া আসর করতাম। অ্যালবামের ব্যাপারে অনীহা এসে গিয়েছিল। পৃষ্ঠপোষক নেই, রয়্যালটি নেই। ‘‘মাঝরাতে’’ একটি রোমান্টিক ঘরনার গান। টিনএজ থেকে শুরু করে সব বয়সীদের গানটি ভালো লাগবে বলে আশা করি।’
ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে রোববার (২ জুন) প্রকাশ হয়েছে ‘মাঝরাতে’ গানটির ভিডিও।
সারাবাংলা/পিএ