Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো থেকো’র মুক্তির তারিখ পরিবর্তন


৩১ জানুয়ারি ২০১৮ ১৪:৪১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

হঠাৎ করেই এই ঘোষণা। পূর্বনির্ধারিত তারিখ ২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না চলচ্চিত্র ‘ভালো থেকো’। চূড়ান্ত হয়েছে নতুন দিন-ক্ষণ। ছবিটির মুক্তি পিছিয়েছে এক সপ্তাহ। ৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাবে ছবিটি। নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক জাহিদ হাসান অভি।

হঠাৎ কেন এই পরিবর্তন? অভি বলেন, ‘সার্বিক পরিস্থিতির জন্য মুক্তির তারিখ পরিবর্তন করতে হলো। এক সপ্তাহ পিছিয়ে মুক্তি দিলে অনেকগুলো হল একসঙ্গে পাওয়া যাবে। সেক্ষেত্রে ব্যবসাটাও ভালো হবে বলে আশা করছি।’

তানহা তাসনিয়া ও আরিফিন শুভ

ছবিটি মুক্তি পেতে পারে সারা দেশের একশোরও বেশি প্রেক্ষাগৃহে। সিনেমায় প্রথবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। গত দুই সপ্তাহ ধরে তারা ব্যস্ত সময় পার করেছেন সিনেমার প্রচারণায়।

বিজ্ঞাপন

হঠাৎ করে মুক্তি পেছালে সমস্যার তেমন কোনো আশঙ্কা দেখছেন না প্রযোজক। আশা করছেন ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েই দর্শকদের মন জয় করবে ‘ভালো থেকো’ সিনেমাটি।

টাইগার মিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু।

সারাবাংলা/পিএ

ভালো থেকো