Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে থাকছে বিকল্প চলচ্চিত্র প্রদর্শনী


২ জুন ২০১৯ ১৮:১১

ঈদে জমজমাট প্রেক্ষাগৃহ এবং টেলিভিশন। দুই পর্দাতেই আছে সিনেমা প্রদর্শনের আয়োজন। এসবের পাশাপাশি ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিকল্প চলচ্চিত্র প্রদর্শনী।

তরুণ নির্মাতা স্বজন মাঝির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প-সংক্ষেপ’ ও ‘জীবাশ্মজন’-এর বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে। ৮ জুন হবে চলচ্চিত্র দুটির বিকল্প প্রদর্শনী।

ঢাকায় ঈদে বিকল্প চলচ্চিত্র প্রদর্শনীর নজির নাই বললেই চলে। রাজধানীর বিকল্প চলচ্চচিত্রের দর্শকদের কথা মাথায় রেখে এই বিশেষ ঈদ আয়োজন বলে জানান স্বজন মাঝি।

‘’গল্প-সংক্ষেপ’ নির্মিত হয়েছে দেশভাগের বিচ্ছেদ বেদনায় আহত মানুষের অভিজ্ঞতার আলোকে। এতে অভিনয় করেছেন ভারতের বিখ্যাত অভিনেতা বরুণ চন্দ এবং বাংলাদেশের মিরানা জামান।

অপর চলচ্চিত্র ‘জীবাশ্মজন’ নির্মিত হয়েছে বাংলাদেশের হারিয়ে যাওয়া ইহুদি সম্প্রদায়কে ঘিরে। নির্মাণ শৈলী ও গল্পে নতুনত্বপূর্ণ এই  চলচ্চিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট্য নাট্যাভিনেতা মামুনুর রশিদ, মান্নান হীরা, মানস চৌধুরী, নোঙর রাসেল ও সাক্ষ্য শাহিদ।

নির্মাতা স্বজন মাঝি বলেন, ‘বাংলাদেশের এক না-বলা অধ্যায় নিয়ে ‘জীবাশ্মজন’ নির্মিত হয়েছে। তিনি আরও জানান, এটি বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিকলি প্রদর্শিত হতে যাচ্ছে।

‘গল্প-সংক্ষেপ’ ইতিপূর্বে দেশ-বিদেশে প্রসংশিত হয়েছে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘বাংলাদেশ স্বল্প ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ তে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। প্রদর্শিতব্য চলচ্চিত্র দুটি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রযোজনায় নির্মিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

ঈদ বিকল্প চলচ্চিত্র প্রদর্শনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর