Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও কন্ঠশিল্পী রুমা গুহঠাকুরতা


৩ জুন ২০১৯ ১৩:১৭

কলকাতায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হলেন ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী রুমা গুহঠাকুরতা। সোমবার (৩ জুন) ভোর ৬টা ১৫ মিনিটে মারা যান বর্ষীয়ান এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩৪ সালে কলকাতায় জন্ম হয় রুমার। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। ১৯৫২ সালে জনপ্রিয় কন্ঠশিল্পী ও অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয় রুমার। তাদের সন্তান অমিত। ১৯৫৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৬০ সালে রুমার সঙ্গে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার। গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহ ঠাকুরতা তাদের সন্তান।

বিজ্ঞাপন

অরূপ গুহ ঠাকুরতার ভাই সুদেববাবু ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন বড় কোনো অসুস্থতা ছিল না রুমার। বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন তিনি। সোমবার (৩ জুন) বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে এই অভিনেত্রী-গায়িকার।

অভিনেত্রী এবং গায়িকা হিসেবে সমাদৃত ছিলেন রুমা গুহফাকুরতা। গান গেয়েছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে। অভিনেত্রী হিসেবে কাজ করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে বিখ্যাত সব পরিচালকের ছবিতেই।

‘গঙ্গা’, ‘শাখাপ্রশাখা’, ‘আরোগ্য নিকেতন’, ‘আশিতে আসিও না’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘নির্জন সৈকতে’, ‘বালিকা বধূ’, ‘পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘দাদার কীর্তি’, ‘হংসমিথুন’, ‘ত্রয়ী’, ‘৩৬ চৌরঙ্গী লেন’-সহ বহু বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমা। ‘জোয়ার ভাটা’, ‘মশাল’, ‘আফসর’, ‘রাগ রং’-এর মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর