Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অাবারো বায়োপিকে শ্রদ্ধা কাপুর


৩১ জানুয়ারি ২০১৮ ১৬:২৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১৯:৩২

এন্টারেটেইনমেন্ট ডেস্ক:

মুম্বাইয়ের একমাত্র নারী গ্যাংস্টার ‘হাসিনা পার্কার’। গডফাদার দাউদ ইব্রাহিমের বোন তিনি। হাসিনার জীবন কাহিনীতে তৈরি হচ্ছে সিনেমা। ছবিতে নাম ভুমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।

এই ছবির কাজ শেষ না হতেই আবারো বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। এবার শ্রদ্ধা অভিনয় করবেন ‘সাইনা নেওয়াল’র চরিত্রে। সাইনা ভারতীয় ব্যাডমিন্টন তরকা।

অনেকদিনের জল্পনা-কল্পনার পর সম্প্রতি খবরটি প্রকাশ করেছেন ছবির পরিচালক অমল গুপ্ত। ভারতীয় এক প্রত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেকেই মনে করেছেন ছবিটি আর হচ্ছে না বা বিলম্বিত হচ্ছে। আসলে তেমন কিছু না, সেপ্টেম্বর থেকে হবে সিনেমার শুটিং। সাইনার হোমটাউন হায়দ্রাবাদে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ।’

গোপিচন্দ্র ব্যাডমিন্টন একাডেমিতে প্রশিক্ষণ নেবেন শ্রদ্ধা। মুম্বাইতেও হবে প্রশিক্ষণ। গত দুই বছর ধরে সাইনার জীবনী নিয়ে বিশ্লেষণ করেছেন পরিচালক।

শ্রদ্ধা এখন ব্যস্ত রয়েছেন হরর কমেডি ঘরানার ‘স্ট্রি’ সিনেমার শুটিংয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও। এছাড়াও দক্ষিণের অভিনেতা প্রভাসের বিপরীতে শ্রদ্ধা অভিনয় করবেন ‘সাহো’ নামের ছবিতে।

সারাবাংলা/পিএ

শ্রদ্ধা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর