Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের ‘সড়ক ২’এ যুক্ত হলেন কলকাতার যীশু


৫ জুন ২০১৯ ১৫:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালকদের একজন মহেশ ভাট। ২০ বছর বিরতি দিয়ে মহেশ ভাট শুরু করেছেন তার নতুন সিনেমার কাজ। সড়ক ছবির সক্যুয়াল ‘সড়ক ২’ তার নতুন সিনেমা। এই ছবিতে যুক্ত হয়েছেন কলকাতার যীশু। খবর ভারতীয় ম্যাগাজিন আনন্দলোকের।

বেশকিছুদিন ধরেই চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। শুটিং লোকেশন দেখা, অভিনয়শিল্পী চূড়ান্ত করার কাজ চলছে। এবার সেই কাজ এগিয়ে গেল আরও এক ধাপ। নতুন অভিনয়শিল্পী হিসেবে যুক্ত হলেন যীশু।

ছবিতে আরও অভিনয় করবেন আলিয়া ভাট, পূজা ভাট, সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুরসহ অনেকে। এই ছবির মাধ্যমে পূজা ভাট অনেকদিন পর ফিরছেন চলচ্চিত্রে। একই সঙ্গে সঞ্জয় ও পূজাকে একসঙ্গে দেখা যাবে ফ্রেমে।

বিজ্ঞাপন

১৯৯১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘সড়ক’। ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন সঞ্জয় ও পূজা। ছবিটি সুপার-ডুপার হিট হয় বলিউডে। সেই ছবির জনপ্রিয়তাকে পূজি করেই সিক্যুয়ালে হাত দিয়েছেন মহেশ ভাট।

২০২০ সালের ২৫ মার্চ ছবিটির সম্ভাব্য মুক্তির তারিখ।

সারাবাংলা/পিএ

বলিউড যীশু সেনগুপ্ত সড়ক সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর