Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শক টানছে ‘পাসওয়ার্ড’, ভালোলাগা দিচ্ছে ‘নোলক’


৬ জুন ২০১৯ ১৮:১৬

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন তিন ছবি। ছবিগুলো দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন দর্শকরা। রাজধানীতে বড় হলগুলোতে ছবি দেখতেই দর্শকদের আগ্রহ বেশি। তুলনামূলক ছোট হলগুলোতেও রয়েছে দর্শকদের চাপ। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর কয়েকটি হল ঘুরে এই চিত্রই দেখা যায়।

রাজধানীর অন্যতম পুরনো এবং খ্যাতনামা সিনেমা হল মধুমিতা। ঈদ উপলক্ষে এখানে দেখানো হচ্ছে শাকিব-বুবলি অভিনীত পাসওয়ার্ড ছবিটি। এই হলে দর্শকদের ভিড় ছিল লক্ষ্যনীয়।

বিজ্ঞাপন

মধুমিতা হলে ‘পাসওয়ার্ড’ ছবিটি দেখে বের হচ্ছিলেন আল আমিন নামের এক যুবক। তার সঙ্গে কথা বলে জানা গেলো, ছবিটি তার খুব পছন্দ হয়েছে। তাই বৃহস্পতিবার (৬ জুন) তিনি দ্বিতীয়বার দেখতে এসেছেন ছবিটি। আল আমিন তার মুগ্ধতার কথা প্রকাশ করছিলেন এভাবে, দেশে এমন ছবি আরও হওয়া দরকার।

‘পাসওয়ার্ড’ ছবিটি দেখতে রাজধানীর বনশ্রী থেকে এসেছে ১৪ জনের একটি দল। হলে ঢুকতেই হোঁচট খেলেন তারা। কারণ হলের টিকিট কাউন্টার বন্ধ। বাইরে কালোবাজারে বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট।

তারা অভিযোগ করে বলেন, ‘৬০ টাকার টিকিট বাইরে ১০০ থেকে ১৫০ টাকা এবং ১০০ টাকার টিকিট ২০০ টাকা করে বিক্রি করছে। মধুমিতা হল ভালো বলে এখানে এসেছি। কিন্তু এখানেও দেখি একই অবস্থা!’

এদিকে মধুমিতা হল কর্তৃপক্ষ জানাচ্ছেন, পাসওয়ার্ড ছবিটি বেশ ভালোই চলছে। তারা জানান, ঈদের দিন (৫ জুন) সন্ধ্যার শো হাউজফুল ছিল। পাসওয়ার্ড দর্শকপ্রিয়তা পাচ্ছে এবং ছবিটি অনেকদিন হলে চলবে বলে মনে করছেন তারা।

রাজধানীর পল্টনের জোনাকী হলে চলছে সাকিব সনেট পরিচালিত শাকিব-ববি জুটির ছবি নোলক। সরেজমিনে জোনাকীতেও দেখা যায় টিকিট কালোবাজারি হচ্ছে। এখানে ৬০ টাকার টিকিট ৭০ টাকা ও ৭০ টাকার টিকিট ১০ টাকা বেড়ে হয়েছে ৮০ টকা।

বিজ্ঞাপন

নোলক নিয়ে দর্শকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া আছে। সোনারগাঁও থেকে নোলক দেখতে এসেছেন ৫ বন্ধু। তাদের মধ্যে আবুল হাসান জানান, তিনি ঈদের দিন (৫ জুন) পাসওয়ার্ড ছবিটি দেখেছেন এবং আজ (৫ জুন) দেখেছেন নোলক। শাকিব খান অভিনীত দুটি ছবির মধ্যে নোলক ছবিকে এগিয়ে রাখছেন তিনি।

রাজধানীর বাসাবো থেকে আসা মামুন জানান, তার কাছে নোলকের চেয়ে পাসওয়ার্ড বেশি ভালো লেগেছে।

ঈদের দিন বৃষ্টি ও বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেট খেলার কারণে দর্শক সমাগম কিছুটা কম ছিল। তাছাড়া ঈদের ছুটিতে ঢাকাতে মানুষ তেমন না থাকায় জোনাকী হলে দর্শক কম বলে জানান হল কর্তৃপক্ষ।

রাজধানীর আরেক বড় ও খ্যাতনাম হল বলাকা। সেখানে দেখানো হচ্ছে ‘আবার বসন্ত’। এবার ঈদের ভিন্ন স্বাদের ছবি এটি। ঈদের দিন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা এবং বৃষ্টি থাকায় দর্শকের সংখ্য কিছুটা কম ছিল। তবে ঈদের দ্বিতীয় দিন থেকে দর্শক সমাগম বাড়ছে বলে জানিয়েছে বলাকা হল কর্তৃপক্ষ।

হল কর্তৃপক্ষ জানান, আবার বসন্ত ছবিটি বলাকা হলে কয়েক সপ্তাহ চলবে। ঈদের ছুটি শেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসবে, তখন আরও বেশি দর্শক সমাজত হবে ছবিটি দেখতে। এখন যে দর্শকরা আসছের তাড়াও ছবিটির প্রশংসা করছেন।

সারাবাংলা/পিএ/পিএম

ঈদের সিনেমা দর্শক নোলক পাসওয়ার্ড

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর