কিংবদন্তিদের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপে রণবীর সিং
১৬ জুন ২০১৯ ১৯:৫৩
বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ আসরে কী করছেন রণবীর সিং? তিনি তো বলিউড অভিনেতা। ক্রিকেটারদের সঙ্গে তার কী কাজ? তাও আবার কিংবদন্তি ক্রিকেট খেলোয়ারদের সঙ্গে। রোববার (১৬ জুন) ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে কমেন্ট্রি বক্স ও মাঠে দেখা গেছে তাকে।
ভারতীয় ক্রিকেট দলকে অনুপ্রেরণা দিতে এবং সিনেমার প্রচারণা করতেই বিশ্বকাপ ক্রিকেটের মাঠে গেছেন রণবীর সিং।
বলিউডের জনপ্রিয় এই অভিনেতা অভিনয় করছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে। ছবির নাম ৮৩। ছবিটির গল্প ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে।
এই ছবির শুটিং করতে ক্রিকেটকে ভালোভাবে রপ্ত করতে হয়েছে রণবীরকে। ক্রিকেট নিয়ে জন্ম নিয়েছে ভালোবাসা। শুধু ক্রিকেট খেলাই নয়, খেলা সংশ্লিষ্ট অনেক কাজই এখন তার পরিচিত।
তাইতো ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাকে দেখা গেছে আবহাওয়ার পূর্বাভাস, মাঠের কন্ডিশন, দর্শকদের অবস্থা নিয়ে ধারাভাষ্য দিতে।
শুধু কি তাই! তার সঙ্গে ক্রিকেট মাঠেই আলোচনায় অংশ নেন বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, রমিজ রাজা এবং ব্রায়ান লারা। এসময় তাদের সঙ্গে ছিলেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক জোতিন সাপরু।
কমেন্ট্রিবক্সেও দেখা গেছে রণবীর সিং-কে। মাইক্রোফোন হাতে তিনি ধারাভাষ্যে অংশ নিয়েছেন সুনিল গাভাস্কারের সঙ্গে।
সারাবাংলা/পিএ