‘বাতাসে’ কাকে অনুভব করেন শাফিন!
১৭ জুন ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ১৭ জুন ২০১৯ ১৬:৪৬
কেউ একজন অনুপস্থিত। তাকে দেখা যাচ্ছে না, তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। কিন্তু তার রেশ রয়ে গেছে। এসব অন্য কেউ বুঝতে না পারলেও অনুভব করতে পারেন শুধু শাফিন আহমেদ। মনে হয় কোনো একটা ছায়া ঘিরে রাখে তাকে।
জনপ্রিয় সংগীত শিল্পী শাফিন আহমেদের ব্যক্তিজীবনে এমনটা ঘটছে, বিষয়টি তা না। মূলত এমন একটি প্রেক্ষাপটে লেখা নতুন একটি গান করেছেন শাফিন আহমেদ। জি-সিরিজের ব্যানারে শিগগিরই গান এবং মিউজিক ভিডিও প্রকাশ পাবে। গানের শিরোনাম ‘বাতাসে’।
গানটি প্রসঙ্গে শাফিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘গানটা হালকা মেজাজের। তবে কথা ও সুরে ভিন্নতা রয়েছে। এমন সুরের গান গাইনি বললেই চলে।’
স্যামুয়েল হকের কথায়, মেহেদীর সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এস আর রুমেল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রম্য খান। শাফিন আহমেদকে কেন্দ্র করে নির্মিত মিউজিক ভিডিওতে আরও আছেন তৃষ্ণা।
গত ৬-৭ মাস ধরে নিয়মিতই গান প্রকাশ করছেন শাফিন আহমেদ। যার মধ্যে ‘স্বীকার করো’, ‘ভালোবাসার জানালায়’, ‘বলা তো হলো না’ অন্যতম। বাবা কমল দাশগুপ্তের সুর করা নজরুল গীতি ‘তোমার আঁখির মতো’ গানটিও গেয়েছেন সম্প্রতি।
সারাবাংলা/পিএ/পিএম