Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহসী দিপীকা


২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক

সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের। বক্স অফিসে হিট হয়েছে তার অভিনীত ‘পদ্মাবত’ ছবিটি। কদিন আগেই হিন্দু উগ্রবাদীদের হুমকির কারণে কিছুটা গুটিয়ে থাকলেও, এখন সেই ভীতিকর সময়ও কেটে গেছে। তবে ‘ওম শান্তি ওম’ খ্যাত এই অভিনেত্রী জানালেন তার অন্য এক সাহসের গল্প।

ইন্ডিয়া টুডে’র সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিপীকা বলেন, ‘তখন আমার বয়স ১৪ বা ১৫। এক বিকেলে আমি বাবা-মায়ের সঙ্গে রাস্তায় হাঁটতে বেরিয়েছি। মা-কে ছাড়িয়ে সামনে হাঁটছেন বাবা আর বোন। আমি মায়ের সঙ্গে পেছনে হাঁটছি। হঠাৎ এক লোক এসে আমার পেছনে হাত বুলিয়ে উল্টো দিকে হাঁটা ধরল। সেই মুহূর্তে আমি বিষয়টা এড়িয়ে যেতে পারতাম। কিন্তু সাহসী হয়ে উঠলাম। ওই লোকের পেছনে গেলাম। তাকে ধরে ফেললাম। কলার ধরে একটা চড় দিয়ে আমার পথে হাঁটা ধরলাম।’

দিপীকা বলেন, ‘আমি অনেক সাহসী। একারণে উগ্রবাদীদের আক্রমণের হুমকিতেও আমি ভয় পায়নি। আমি জানি, আমাকে ভয় দেখানো অত সহজ নয়।’ দিপীকার এই বক্তব্যে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে, এই অভিনেত্রী কেন পদ্মাবতীর চরিত্র অভিনয়ের সাহস করেছেন!

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর