Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ফিং নিয়ে দেশের প্রথম ছবি ‘ন ডরাই’


২০ জুন ২০১৯ ১৮:১২

সার্ফিং নিয়ে নির্মিত হয়েছে দেশের প্রথম সিনেমা। ছবির নাম ‘ন ডরাই’। এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার অর্থ ‘ভয় পাই না’। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু এবং প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শো মোশন’। তবে ছবিটিকে বলা হচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমা।

ছবিতে অভিনয় করেছেন র‌্যাম্প মডেল সুনেহরা বিনতে কামাল ও ‘আইসক্রিম’ খ্যাত অভিনেতা রাজ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছবিটির নাম প্রকাশ ও পোস্টার উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ছবির প্রযোজক মাহবুব রহমান বলেন, ‘ন ডরাই একটা গ্লোবাল সিনেমা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠাতে চাই আমরা। ছবিটির অধিকাংশ ভাষা চট্টগ্রামের। তবে সেই ভাষা সবাই বুঝতে পারবেন। এছাড়া ইংরেজি সাবটাইটেল আছে। ’

ছবিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমাদের ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি অক্টোবরে ছবিটি মুক্তি দিতে পারব। দেশ ও দেশের বাইরে ছবিটি একসঙ্গে মুক্তি দেওয়ার চেষ্টা করব।’

ছবিটি সম্পর্কে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘ছবিটি হলো স্বপ্ন জয়ের গল্প, নারী মুক্তির গল্প। সামাজিক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবার গল্প। তাই ছবির নাম ন ডরাই।’

গল্পটি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বন করে। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। দেশের প্রথম নারী সার্ফার নাসিমা। এই ছবিতে থাকবে তার গল্পও। তার সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতাও উঠে আসবে ছবিতে। তাই বলে এটি তার গল্পের সিনেমা না। এখানে আরও অনেক গল্পই থাকবে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ছবিতে।

বিজ্ঞাপন

দেশে সার্ফিংয়ের জনপ্রিয়তা বেড়েছে এক দশক হলো। যারা সার্ফিং করেন তাদের অনেক অবদান রয়েছে এই জনপ্রিয়তার পেছনে। সেই গল্পগুলোই প্রযোজককে উৎসাহি করেছে সার্ফিং বিষয়ে সিনেমা নির্মাণ করতে।

সারাবাংলা/পিএ

ন ডরাই সার্ফিং সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর