Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা নয়, কলকাতা মাতাবেন জেমস


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট 

ভালবাসা দিবস মানেই জেমস! অন্তত গত এক দশকে সমীকরণটা এমনই দাঁড়িয়েছিলো। বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠা এই দিবসের প্রায় প্রতিটি কনসার্টেই গাইতেন এ রকস্টার। এই দিনটিতে টিএসসি, মল চত্বর বা আবাহনী মাঠের কানায় কানায় পূর্ণ শ্রোতাদের সামনে নগর বাউলের বাবরি চুলের মাথা দোলানোই ছিলো সবচেয়ে পরিচিত দৃশ্য।

তবে এবারের ভালবাসা দিবসে জেমসের ভরাট গলা মিস করবে বাংলাদেশের শ্রোতারা। কারণ ১৪ ফেব্রুয়ারি কলকাতায় গাইবেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় এই গায়ক। ‘গান পিরীতি’ শিরোনামে কনসার্টে জেমসের সঙ্গে আরো গাইবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী। মঞ্চ মাতাবে কলকাতার ব্যান্ড ফসিল ও সংগীতশিল্পী অনুপম রায়।

জেমসের ম্যানেজার ও গীতিকার রবিন ঠাকুর সারাবাংলাকে জানান, গত এক দশক ধরে ভালবাসা দিবসে ঢাকায় গাইছেন জেমস। এই বিশেষ দিবসে এবারই প্রথম কলকাতায় গাইবেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ভারতের বেশ কয়েকটি কনসার্টে গান করবেন নগর বাউল।

কলকাতার নজরুল মঞ্চে বিকেল ৫ টায় শুরু হবে ‘গান পিরীতি’র আয়োজন। পর্দা নামবে রাত ১১ টায়। অনুষ্ঠানের টিকিট পেতে শ্রোতাদেরকে গুনতে হবে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর