Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলায় বিশ্ব সংগীত দিবস পালিত


২২ জুন ২০১৯ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি বছর ২১ জুন বিশ্বসংগীত দিবস পালিত হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই দিবসটি যথাযথ আয়োজনে পালিত হয়। এবছরও আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পলিত হয়েছে বিশ্ব সংগীত দিবস।

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শুক্রবার (২১ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি সেগুনবাগিচা হয়ে জাতীয় চিত্রশালায় শেষ হয়। শোভাযাত্রায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফকির আলমগীরসঙ্গীতাঙ্গনের অনেকে অংশ নেন। এরপর চিত্রশালার লবিতে একাডেমির সংগীত শিল্পীদের অর্কেস্ট্রা পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

এছাড়া দিবসটি উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে শিল্পী ফুয়াদ নাসের বাবুর পরিচালনায় বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটি উপস্থপনা করেন মাশকূর এ সাত্তার কল্লোল ও তামান্না তিথি। অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীরা ছাড়াও এই প্রজন্মের অনেক জনপ্রিয় শিল্পী অংশ নেন।

সারাবাংলা/আরএসও/পিএম

বিশ্ব সংগীত দিবস