‘মি টু’ কাণ্ডে জড়িয়ে বলিউড পরিচালক সাজিদ খানের সময় ভালো যাচ্ছে না। বছর খানিক আগে ‘হাউসফুল ফোর’ ছবির শুটিংয়ের সময়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং তাকে ছবির পরিচালনা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর একে একে সাজিদের পাশ থেকে সরে যান তার অনেক আপনজন আর বন্ধুরা।
সাজিদের কাজিন অভিনেতা ফারহান আকতার তো ঘোষণা দিয়ে ভাইয়ের পাশ থেকে সরে আসেন। সেই তালিকা দিনকে দিন বড় হচ্ছে।
এই ঘটনার পরে সাজিদ খান মানসিকভাবে ভেঙ্গ পড়েন। এমনকি পরিবার থেকেও নিজেকে সরিয়ে নেন। তবে সম্প্রতি সাজিদ একটি অ্যাকশন কমেডি ছবির স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন। তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে ছবির কাজ শুরু করবেন।
ছবিতে অভিনয়ের জন্য সাজিদ তার পুরনো বন্ধু অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অক্ষয় তাকে জানিয়ে দেন, ‘মি টু’ কাণ্ডে নাম জড়িয়েছে, এমন কারও সঙ্গে তিনি কাজ করবেন না।
বন্ধুর কাছ থেকে এরকম জবাব পেয়ে সাজিদ তার আরেক বন্ধুর দ্বারস্থ হন। জন আব্রাহাম এবং সাজিদ খানের বন্ধুত্ব দীর্ঘদিনের। জন অবশ্য অক্ষয়ের মতো আচরন করেননি। তিনি চিত্রনাট্য পড়েন এবং পছন্দ করেন। এমনকি জন ছবিটি কো-প্রোডিউস করার কথাও বলেন সাজিদকে। এরপর সবকিছু ভালোই আগাচ্ছিল।
কিন্তু জন এবং সাজিদ নতুন ছবি নিয়ে এগোনোর খবর ছড়ানো মাত্র মহিলা কমিশন জনকে এ ছবি থেকে সরে আসার অনুরোধ করে।
জনও বিতর্ক না বাড়িয়ে ছবি থেকে সরে আসেন।
বিদেশি গণমাধ্যম অবলম্বনে
সারাবাংলা/পিএম