Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসার দিনে বিরহী ন্যান্সি


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

উপলক্ষ্য ভালোবাসা। কিন্তু ন্যান্সির কণ্ঠে বিরহের সুর। কথার সঙ্গে সুল মিলিয়ে সেই বিরহ প্রকাশ করছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। আর তার সঙ্গী হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার। গানের শিরোনাম ‘জলরং’।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে গানটি। ‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি/ সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’- গানের গীতিকার রেজাউর রহমান রিজভী। সুর ও সংগীত করেছেন সজীব দাস।

কণ্ঠশিল্পী বাশার ও ন্যান্সি

ভালোবাসা দিবস উপলক্ষে ‘জলরঙ’ গানটির লিরিক্যাল ভিডিও অনলাইনে প্রকাশ পাবে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে। বাশারের প্রথম একক অ্যালবাম ‘জলরঙ’ এর টাইটেল সঙ হিসেবে থাকবে গানটি। চলতি বছরেই প্রকাশ পাওয়ার কথা রয়েছে অ্যালবামটির।

বিজ্ঞাপন

গানটি নিয়ে ন্যান্সি বলেন, ‘সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান করলাম। গানের কথা ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’

বাশার বলেন, আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈতভাবে গান গেয়ে উচ্ছসিত বাশার, বলেন, ‘দারুণ অভিজ্ঞতা। গানের কথা, সুরও ভালো লাগবে দর্শকদের।’

সারাবাংলা/পিএ

ন্যান্সি

বিজ্ঞাপন

রিয়েলমি ফোনে মূল্যছাড়
১০ জুলাই ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর