Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার ‘সরদার’ হচ্ছেন রণবীর সিং


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

পদবিতে সিং, কিন্তু এখনো সরদার হওয়া হয়নি রণবীর সিংয়ের। মিটে যাচ্ছে সেই অপূর্ণাতাও। প্রথমবারের মতো ‘সরদার’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। সিনেমার নাম ‘ফাউজিয়া’।

ভারতের নামকরা প্রোডাকশন হাউজ ইয়াস রাজ ফিল্মসের সঙ্গে রণবীরের পরবর্তী কাজ হবে এটি। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ‘বে-ফিকরে’ ছবিটি করেছেন রণবীর। ‘ফাউজিয়া’ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।

অনেকেই ধারণা করেছিলেন ‘সরদার’ ছবিতে অভিনয় করবেন ‘সিং ইজ ব্লিং’ খ্যাত তারকা অক্ষয় কুমার। কিন্তু না, রণবীরকেই চূড়ান্ত করেছে ইয়াস রাজ ফিল্মস। ছবির জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

বিজ্ঞাপন

‘পদ্মাবত’ খ্যাত অভিনেতা রণবীর সিং এখন ব্যস্ত রয়েছেন ‘গুল্লি বয়’ ছবির কাজে। এতে তার সহশিল্পী আলিয়া ভাট। এ বছর মুক্তি পাবে রণবীরের পুলিশ চরিত্রের সিনেমা ‘সিমবা’। পরিচালনা করছেন রোহিত শেট্টি।

সারাবাংলা/পিএ    

রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর