Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দশক পর একসঙ্গে কমল-রহমান


১৬ জুলাই ২০১৯ ১৩:৩৩ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৯:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমল হাসান এবং এ আর রহমান ভারতীয় সিনেমা জগতের বহুল পরিচিত দুই জন। কমল হাসান প্রখ্যাত অভিনেতা অন্যদিকে এ আর রহমান সুরের জাদুকর। দুজনেই দক্ষিন ভারতীয় চলচ্চিত্রের হলেও তাদের গুণের কারণে ভারতের সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই জায়গা করে নিয়েছেন তারা।

এই দুই কিংবদন্তি আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। অর্থাৎ কমল হাসানের নতুন ছবিতে সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। সিনেমাটি হবে দক্ষিন ভারতীয়। ছবির নাম ‘তালাইভান ইরুকিন্দ্রান’।


আরও পড়ুন :  আসছে সহজিয়া ব্যান্ডের ‘ছোট পাখি’ গানের মিউজিক ভিডিও


এরইমধ্যে সংগীতের কাজ শুরু করে দিয়েছেন এ আর রহমান। সম্প্রতি দুজনের একটি ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি পোস্ট করেছেন এ আর রহমান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি।’

বিজ্ঞাপন

এই পোস্টে মন্তব্য করেছেন কমল হাসান। তিনি লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ এ আর রহমান। তুমি যুক্ত হয়ে আমাদের প্রজেক্টের দৃঢ়তা বাড়িয়ে দিয়েছ। তোমার আনন্দ আমাদেরকেও অনুপ্রাণিত করছে।’

কমল হাসান এখন রাজনীতিতে যুক্ত। সিনেমায় ঠিকমতো সময় দিতে পারেন না। এই ব্যস্ততার মধ্যেই সিনেমার কাজ শুরু করলেন তিনি।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া কমল হাসান অভিনীত সিনেমা ‘ইন্ডিয়ান’-এ এ আর রহমানের সুর করা গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :  ভিলেন দাদুর নায়ক নাতি


এ আর রহমান কমল হাসান বলিউড সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর