Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা উঠে আসবে ‘লাল সিং চাড্ডা’য়


২২ জুলাই ২০১৯ ১৫:৩৯

বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’—এর রিমেক হচ্ছে বলিউডে। হিন্দি ভাষায় নির্মিতব্য ছবির নাম দেয়া হয়েছে ‘লাল সিং চাড্ডা’, যেটি প্রযোজনা করছেন আমির খান। শুধু তাই নয়, ছবিটির কেন্দ্রিয় চরিত্রের অভিনেতাও তিনি।

রিমেক হলেও ছবিটি ভারতীয় আদলে নির্মিত হবে। আর ভারতীয় আদলে চিত্রনাট্য করেছেন অতুল কুলকার্নি। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চৌহান। ছবিতে ভারতের রাজনীতির পট পরিবর্তন, গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হবে।

ডেকান ক্রনিকাল জানিয়েছে, ‘লাল সিং চাড্ডা’র গল্পে উঠে আসবে বাবরি মসজিদ ধ্বংস থেকে নরেন্দ্র মোদীর উত্থান। ছবির গল্পটি এমনভাবেই সাজানো হয়েছে যাতে নব্বই দশক থেকে বর্তমান সময়ে, ভারতের সমাজ–রাজনৈতিক পরিবর্তনটিকে ধরা যায়।

হলিউড ‘ফরেস্ট গাম্প’ ছবিতে কীভাবে জঙ্গলের জীবনের ঘটনার পাশাপাশি বদলে যাচ্ছে মার্কিন দেশের রাজনৈতিক পরিস্থিতি, বদলে যাচ্ছেন প্রেসিডেন্টরা! সেটাই দেখানো হয়েছে।

ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর। এর আগে সবশেষ তারা ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তালাশ: দ্য আন্সার লাইস উইদিন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। আগামী ২০২০ সালের ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/আরএসও/পিএম

আমির খান কারিনা কাপুর ফরেস্ট গাম্প বলিউড রিমেক লাল সিং চাাড্ডা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর