Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিভিউ কমিটি অনুমোদিত ‘স্বপ্নজাল’


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৮

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

‘মনপুরা’র পর দর্শকদের সুযোগ হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা দেখার। সেলিমের নতুন ছবি ‘স্বপ্নজাল’। যৌথপ্রযোজনায় নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি দেখে ফেলেছে প্রিভিউ কমিটি। সোমবার (৫ জানুয়ারি) এফডিসিতে হয় ছবিটির প্রদর্শনী।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রিভিউ কমিটির সদস্য প্রযোজক নাসিরউদ্দিন দিলু, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ তথ্য মন্ত্রণালয় ও এফডিসির কর্মকর্মাবৃন্দ।

ছবিটির প্রযোজনা সংশ্লিষ্ট এন রাশেদ চৌধুরী জানান, ‘প্রিভিউ কমিটির সদস্যরা ছবিটিকে ভালো বলেছেন। তারা কোথাও কোনো আপত্তি জানান নাই।’

তিনি আরো জানান, এক সপ্তাহের মধ্যেই ছবিটি সেন্সরে জমা দিতে পারেবন তারা। দুই দেশে ছাড়পত্র পেয়ে গেলে  দুই বাংলাতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি। মার্চের শেষ নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে স্বপ্নজালের।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা ছবিটি দেখেছি এবং মৌখিক অনুমোদন দিয়েছি। চিঠি পেয়ে গেলে ছবিটি সেন্সরে জমা দিতে আর কোনো বাধা থাকবে না।’

চিঠি হাতে পেয়ে গেলেই ‘স্বপ্নজাল’ উপযুক্ত হবে সেন্সর বোর্ডে জমা দেয়ার। ‘স্বপ্নজাল’ দর্শকদের কাছে পৌছানোর ক্ষেত্রে আরেকধাপ এগিয়ে গেল। এখন শুধু অপেক্ষা পরীমনি ও ইয়াশ রোহানকে দিয়ে কোন গল্প বলতে চাইছেন গিয়াসউদ্দিন সেলিম? তা দেখার।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর