Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা জিতলেন প্রযোজকদের নির্বাচনে


২৭ জুলাই ২০১৯ ২১:২৭

দিনভর ভোটগ্রহণ শেষে ঘোষণা করা হলো চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি নির্বাচনের ফলাফল। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন খোরশেদ আলম খসরু। তিনি ১২১টি ভোট পেয়ে বিজয়ী ১৯ জনের মধ্যে শীর্ষে অবস্থান করছেন।

কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত বাকি ১৮ জন সাধারণ সদস্যরা হলেন, সামসুল আলম, ইস্পাহানী, কামাল মোহাম্মাদ লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, মোর্শেদ খান হিমেল, রশীদুল আমিন হলি, জাহিদ হোসেন, এ. জে. রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল লিপু, অপূর্ব রানা, নাদির খান, শহিদুল আলম, ইকবাল হোসেন জয়, ইলা, ড্যানি সিডাক ও আলিমুল্লাহ খোকন।

বিজ্ঞাপন

এছাড়া দুজন সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান নাদিম ও আজিজ আহমেদ পাপ্পু।

এর আগে শনিবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে এফডিসি প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়।

এবার ১৯টি পদে ৪১জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। দুই ধাপে নির্বাচনের আজ অনুষ্ঠিত হলো প্রথম ধাপের নির্বাচন। প্রথম ধাপের এই বিজয়ী ১৯ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। দ্বিতীয় ধাপে ১৯ জন মিলে সম্পাদকীয় পদের জন্য ১০ জনকে নির্বাচিত করবেন। আগামী ২৯ জুলাই হবে দ্বিতীয় ধাপের নির্বাচন।

আজকের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪১ জন। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে, ভোট দিয়েছেন ১৩৪ জন ভোটার।

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর