Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চতুর্থ একক অ্যালবাম ‘লাপাত্তা…’ নিয়ে জয় শাহরিয়ার


২৮ জুলাই ২০১৯ ১৫:৩১ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৫:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতশিল্পী জয় শাহরিয়ার এর চতুর্থ একক অ্যালবাম ‘লাপাত্তা…’। গত ২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে প্রকাশ হয় অ্যালবামটি। এর মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে গান পরিবেশন করে নতুন ব্যান্ডদলগুলো। দ্যা মিলিপুটস, গানকবি, অর্জন এবং সুহৃদ ছাড়াও আয়োজনে গান পরিবেশন করেন জয় শাহরিয়ার। অনুষ্ঠানটির আয়োজন করে আজব কারখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত ‘লাপাত্তা…’ অ্যালবামে গান রয়েছে ৮ টি। সব গানের কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন মহান ফাহিম ও জয় শাহরিয়ার। সাউন্ড ডিজাইন করেছেন নাবিদ সালেহীন নিলয়। গান গুলো হলো লাপাত্তা, খুব, আমিতো এমনই, মিথ্যের বসাতি, এভাবেই, ভালোবাসার কোনো মানে নেই, সুন্দরী, তুমিও আমার হতে পারতে।

বিজ্ঞাপন

গান গুলো শ্রোতারা শুনতে পারবেন দেশে জিপি মিউসিক, ভাইব ও স্প্ল্যাশ-এ। দেশের বাইরে শ্রোতারা শুনতে পারবেন আই টিউনস, স্পটিফাই, আমাজন, সাভান, গানা, ডিজার সহ ২০০ পোর্টালে।

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলেও অ্যালবামটি শুনতে পারবেন শ্রোতারা।

অ্যালবাম প্রকাশের দিন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবাম এর আমিতো এমনই গানটির মিউজিক ভিডিও।

সারাবাংলা/পিএ

অ্যালবাম জয় শাহরিয়ার লাপাত্তা সংগীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর