আসছে ‘শহরের বারে একদল মাতাল’
৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
নাটক, বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য তো অনেক হলো। ছোট পর্দা শেষ করে কাজ করেছেন বড় পর্দার জন্যও। নির্মাণ করেছেন একাধিক চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের জন্য কলাকুশলিরা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
চিত্রনাট্যকার, নাট্যকার, চলচ্চিত্রকার, অভিনেতা-সব পরিচয় রয়েছে অনিমেষ আইচের। এবার তিনি হলেন ঔপন্যাসিক। প্রথমবার উপন্যাস লিখেছেন এই নির্মাতা। বইমেলাতেই পাওয়া যাবে বইটি।
অনিমেষের উপন্যাসের নাম ‘শহরের বারে একদল মাতাল’। প্রকাশ করছে তাম্রলিপি। বইমেলার ১২ নম্বর প্যাভিলিয়নে ১৪ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে বইটি।
এ ব্যাপারে অনিমেষ বলেন, ‘অনেক দিন ধরেই লিখছি। লিখতে পছন্দ করি আমি। সেই আগ্রহ থেকেই উপন্যাস বের করা। বইয়ের প্রচ্ছদ এখনো হাতে পাইনি। পেলেই হাজির করবো পাঠদের সামনে।’
উপন্যাস প্রকাশের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনিমেষ। লেখায় মূল তথ্যগুলো জানিয়েছেন। সঙ্গে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ভাবনাকে। অনিমেষ লিখেছেন, তার পীড়পীড়িতেই লেখাটা শেষ করতে পেরেছেন।
সারাবাংলা/পিএ/টিএস