এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিকের নতুন সিনেমা ‘মায়া-দ্য লস্ট মাদার’। দেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে আবর্তিত হয়েছে ছবির কাহিনী। সিনেমার শুটিং শুরু হচ্ছে ১৪ ফ্রেব্রুয়ারি থেকে।
এর সঙ্গে আনন্দের খবরটি হলো, ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মুমতাজ সরকার। মুমতাজ উপমহাদেশের প্রখ্যাত যাদুশিল্পী পিসি সরকারের কন্যা। হিন্দি, তেলেগু ভাষায় অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।
পরিচালক মাসুদ পথিক বলেন, ‘মুমতাজের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে আমাদের প্রথম শুটিং।’
ছবিতে আরো অভিনয় করবেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার। সিনেমায় প্রায় ২০ জন কবি অভিনয় করার কথা রয়েছে। ঢাকা ও নরসিংদীর রায়পুরার বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং।
‘মায়া’ ছবিটি ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদান পায়।
সারাবাংলা/পিএ